নদী
রুমানা আক্তার রত্না
নদীর বুকে নৌকা যখন
পাল তুলে যায় ভেসে
নদীর পানি উপছে তখন
কূলের দিকে আসে।
দক্ষিণা হাওয়া কাশফুল
সব তাইরে নাইরে নাচে
সন্ধ্যা হলে পাখিরা সব
নিরে ফিরে আসে।
সূর্য তখন ডুব দেই ভাই
ঢেউ এর তালে মিসে
তীরে দিকে তাবুর ভিতর
প্রদীপ গুলো তারার মত জ্বলে।
জোয়ারে সব ময়লা
গুলো নিচে নেমে আসে
ভাটার টানে ঢেউ এর তালে মিসে
ময়লা গুলো যাচ্ছে ভেসে ভেসে।
চাঁদের আলোয় নদীর
পানি সজীব হয়ে উঠে
ভোরের আলোয় মাঝিরা
সব পালতুলে যায় ভেসে
জেলেরা সব নানান জাতের
মাছ নিয়ে ফেরে তীরে