মাস গুলো সব শেষ হলো
পড়লো নতুন বছর
সব খানেতে বসেছে আজ
পান্তা ভাত আর ইলিশ খাওয়ার আসর।
সাদা রঙের পোশাক পরে
এসেছে সবাই মেলার মাঠে
হরেক রকম জিনিস কিনে
আনন্দ করে সবাই মিলে।
ব্যবসায়িকরা ব্যাস্ত ভারি
তুলতে বাকির টাকা কড়ি
মিষ্টি বিলায় টাকা উঠায়
পুরনো খাতা বন্ধ করে
নতুন খাতায় হিসাব লেখে।
বৈশাখ মাসের আগমনে
সকল গ্লানি যাক দূরে
হাসি ফুটুক সবার মুখে
নববর্ষার আনন্দ ঘিরে।