বুকের মাঝে আগুন জ্বালাও
কন্ঠে তোলো ধ্বনি
অত্যাচারির দাবানল গুলো
ভেঙে ফেলো এখুনি!
টগবগে তরুণের রক্তের তেজ
বারুদের চেয়ে জ্বালাময়ী
গড় দেশ গড় প্রজন্ম হও
মানবতার ফেরি।
এদেশ আমার এদেশ তোমার
সকল জাতিই ভাই
এসো এক হই দেশের তরে
নব বাংলা গড়ার।
থাকবে নাকো ভেদাভেদ সেথায়
গোত্র জাতি কূল
মানুষের বুকে উঠবে জেগে
বিবেক নামের ফুল।
সবার তরে বুঝলে সবাই
বিষাদ ব্যাথার দুখ
সব গ্লানির মোচন হবে
সমাজে ফিরবে সুখ।