শব্দের মাঝে নিঃশব্দতা এক
আকাশ সমান পাহাড় গড়ে
হাসি উজ্জ্বল মুখের আড়ালে
শত ব্যার্থ, ব্যাথার গল্প জমে।
কত মন আজ জনসম্মুখে
কলহলের ভিড়ে নিস্তব্ধ একা!
আপনাকে ভুলে আপনারে যে জন
কবর দিয়েছে অতল বক্ষ তলে
সে জন জেনেছে নিঃশব্দে
একাকিত্বতায় বেঁচে থাকার মানে।
দেহ ত্যাগ করিলেই কী
শুধু মরণ তাহারে বলে?
খোয়াব ভাঙা মানুষ জানে
একটা প্রহর কত ক্ষণে!
ভাবনা কাঁটার জহর যার  
হৃদয় ও মস্তিষ্কে তিব্রস্রোত বহে
ক্ষত বিক্ষত করে সবার অলক্ষ্যে
সে কী বেঁচেও মরেণা ক্ষণে ক্ষণে?