রোজ প্রভাতে সূর্য উঠে
নিশিতে জাগে চাঁদ
নদীর বুকে জোয়ার এসে
গুড়িয়ে ফেলেছে বাঁধ।
ডুবার জল শুকিয়ে যায়
চৈত্র মাসে দিনে
বর্ষা কালে কানায় কানায়
জল থইথই করে।
গাছের ডালে গাছ জন্মায়
পরও গাছা হয়ে
পরাগ পায়ে প্রজাপতিরা
ফুলে ফুলে ঘোরে।
মৌমাছিরা শত মাইল
মধুর খোঁজে ছোটে
পিঁপড়ের দল সারি বেঁধে
একতাবদ্ধ চলে।
সন্ধ্যা বেলা ঝিঁঝিঁর ডাকে
উইপোকারা নাচে
ব্যাঙ বাবুজি তাকিয়ে দেখে
জোনাকি পোকা সাথে
নাচতে নাচতে উইয়ের পাখা
সব গিয়েছে খোসে।