নারী তুমি কালজয়ী মমতাময়ী মা
নারী তুমি শক্তিশালী স্নেহময়ী বোন
তুমিই পারো বদলে দিতে এসমাজের গুণ
তোমার উদারে জন্ম নেয় প্রতিটা নবজাতক
ইচ্ছা করলে বানাতে পারো এসমাজের মুকুট।
নারী তুমি অভিমানী থাকো যখন বাপের বাড়ি
নারী তুমি হিংসা ভারি ভাগ করনা নিজের পতি
এ সমাজে তোমার দায়িত্ব বেশি
লেখা পড়া তোমার খুব দরকারি,
গুছিয়ে রাখতে স্বামীর বাড়ি।
নারী তুমি মূর্খ খুবি নিজের জন্য কখনো ভাবনি
নারী তুমি ভিষণ দুঃখী সন্তানের হয় যদি ছোট ব্যাধি
তোমার মূল্য তখনি বেশি হও যদি পর্দাবতী
তোমায় নিয়ে ভাববে সমাজ যদি হও কর্মী তুমি।