মুজিব মানে মুক্তির গান
স্বাধীনতার প্রেরণা
মুজিব মানে সাহসী যোদ্ধা
ভালোবাসার এক নাম।
মুজিব তুমি মহান
প্রেরণা করেছ দান
তোমার প্রেরণায় দুর্বলেরা
রুখে দিয়ে ছিলো শত্রুর প্রাণ।
তুমি বীর, তুমি মহীয়ান
তোমার চোখের সবুজ ভূমির
আজ সোনার বাংলা নাম।