মৃত্যু তুমি বুঝিয়ে দিলে কেউতো কারো না
মৃত্যু তুমি চিনিয়ে দিলে আপন ঠিকানা
আমার আমার করলাম সবি
পেলাম শেষে মাটির ঘরে বাঁশের খুঁটি।
ঘরে মধ্যে একটু জায়গা
পরে আছি আমি একলা
দেখছিনা মোর স্বজন প্রীতি
অন্ধকার আজ জীবন সাথী।
আপন করে যাদের আমি
করেছিলাম নয়ম মণি
তারাই সবাই রেখে গেলো
একলা করে আঁধার ঘরে।
মৃত্যু তুমি বুঝিয়ে দিলে
কেউ রবে না জগৎ জুড়ে
মায়ার বাঁধন ছিন্ন করে
যেতে হবে পরপারে তোমার সনে।