ব্যর্থহৃদয়ে রক্তঝরে, আহত পাখির মত
ভালোবেসে গেলাম হেরে, ছলনা ছিলো শত
মিথ্যা আবেগে ডুবেছিলাম আমি
অজস্র ভালোবাসা নিয়ে।
তাহার কথায় ভেবেছি শুধু আপনারে ভুলে
প্রেম-যমুনায় ভাসালে আমায় মিথ্যা মায়ায়
স্বপ্ন আঁকলো আমার নয়নে সে
ভালোবাসি ভালোবাসি বলে।
নিখুঁত ছিলো অভিনয় তার বুঝেছি অনেক পরে
শত অভিমান হৃদয়ে লুকিয়ে তবুও
নিজেকে দিয়েছি সঁপে
সার্থহীন ভাবে ভালোবেসে।
অঘাত বিশ্বাস করেছিলাম তকে পাপপুণী ভুলে
হৃদয়ে দিয়েছিলাম ঠাঁই ভালেবাসে ভেবে
আমি হেরে গেছি তার মিথ্যা মায়ায়
হৃদয়হীনা অনবদ্য় অভিনয়ে।
আমি হেরে গেছি তাঁর মিথ্যা ভালোবাসার ফাঁদে
দূরে গিয়ে দূরত্ব বাড়াতে পারিনি অবশেষে
সে ভালো থাকতে এসেছিলো জেনেও
ভালোবাসে ভেবেছি সব ভুলে।