ছিলোনা তার ফিরার কথা
তবুও আছি পথ চেয়ে
ভালোবাসে না যেনেও অবুঝ হৃদয়
তার মায়া পরে কাঁদে।
সে দূরে বহু দূরে আমার অগোচরে
তবু মন তাঁকেই কাছে টানে
শত কলহলে বা একাকিত্ব ভিড়ে
কল্পনার ধুসর ভুবনে।
আজও বাস্তবতার মতো রঙিন হয়ে
বেহায়া মন ভুলে যায়
তার শত দোষ টুটির পুরোনো স্মৃতি
মায়ার বাঁধনে আবার বেঁধে
আবারো আকারণে করে যায় অপেক্ষা
সে ফিরবে এই আশা নিয়ে।
বাস্তবে যদিও আর ফিরবে না
সে আমার হয়ে
তবুও রয়ে যাবে আমার সাজানো
ভূবণে সখের সারণি হয়ে।