মিনারের পাশে দাঁড়িয়ে
ফুল হাতে নীরবে।
মনে পরে যায় অচিরে
সেই অমর ইতিহাস।
নিজেদের কথা ভাবিনি তাঁরা
রাখতে এই বাংলার মান।
পদে পদে কত হয়েছে শাসিত
এ বাংলার মানুষ অবিরত।
নয়মাস ধরে এ বাংলার মাটি
হয়েছিলো রক্তে একাকার।
শাসক বাহিনী নিয়ে ছিলো কেরে
অগুণিত মানুষের প্রাণ।
এখনো বাংলার পথে ঘাটে
ভেসে আসে সে রক্তের ঘ্রাণ।
জাতি নির্বেশেষে কাঁধে কাঁধ রেখে
বিনাশ করে ছিলে সব সংঘাত।
স্মরণ করি হৃদয় থেকে
জানায় সকল শহীদকে সালাম।