এ পৃথিবীতে এসেছি অথিতি বেশে
ফিরে যাবো সব ফেলে শূন্য হতে।
কত করি দৌড়াদৌড়ি কাজের ও পিছে
অর্থের নেই জুড়ি চলার ও পথে।
দম্ভে ভুলে যায় নিজেকে হয়
কোথায় থেকে এসেছি যাবো কোথায়?
মিছে এ ধরণী মায়ার ভূমি।
এ জীবন রাঙাতে গিয়ে ভুলি পরপার
স্মরণ করিনা কভু বিধাতার নাম।
তবুও আলো বায়ুর নেই কোনো টুটি
যেদিন বন্ধ হবে জীবন ও ঘড়ি
যেতে হবে ছেড়ে এ রঙিন ভূমি।
টাকা কড়ি গাড়ি বাড়ি আসবে না কাজে
এ পৃথিবীতে এসেছি অথিতি বেশে।
সব রেখে যাবো চলে অচেনা দেশে
নিঃস্ব হাতে সাদা কাপড়ে।