হায়রে মানুষ রঙিন ফানুস
থাকতে বুঝেনা মূল্য কভু
হারালে ফেরে তার হুস।
দূরে যেতে যেতে সংকৃণ
পথটাকে করে প্রসারিত!
ইচ্ছেরা ডানা বাঁধে ফিরতে
আবার সেই চেনা গন্তব্যে।
তবু আর হয়না ফেরা
নিজের জায়গায় নিজেকে লাগে
তখন বড্ড অচেনা!
দ্বিধায় দ্বিধায় পায়না তৃপ্তি
মানুষ কী জানে-
তার প্রাপ্তির শেষ কোথায়?
নিজেকে মাতায় সে
অনুকরণে অনুবাদে ভেলায়
অস্তিত্ব ভুলে গিয়ে,
আস্তে আস্তে নিজেকে হারায়।
তবুও হয়না জানা
আসলে কী ছিলো তার চাওয়া!