এ সমাজে বড্ড কঠিন
মানুষ চেনা ভাই!
থাকলে পাশে সারা বেলা
তবুও চেনা দায়!
বলবে কথা এমন ভাবে
মিষ্টি করে নরম সুরে,
ব্যাকুল হয়ে ভাববে তুমি
কেমনে তারে রাখি দূরে?
ভরসা করে টানলে কাছে
সার্থসিদ্ধি হয়ে গেলে,
ক'দিন পরে বদলে যাবে
দেখবে তাহার রূপ।
যাকে তুমি ঘিনা কর
অবহেলার তীরে আঘাত কর!
তোমার দুঃখে এগিয়ে এসে
হাত বাড়াবে তোমার দিকে।
মানুষ চেনা বড্ড কঠিন
এই সমাজে ভাই,
মনের মানুষ হওয়ার পরে
ধোঁকা দেবে হায়!