মানুষ বাঁচে মানুষের ভালোবাসায়
মানুষ বাঁচে তার স্বপ্নপূরণের আশায়
পৃথিবীর সাথে যুদ্ধ করে
কাছের মানুষের দেওয়া অনুপ্রেরণায়
মানুষ বাঁচে মানুষের ভালোবাসায়।
অথচ আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
সেই চলে গেছে নানান বাহানায়
আমার গোটা জীবনটাই কেটে গেলো
অবহেলায় অনাদরে আর অসচ্ছলতায়
বুকের তীব্র ব্যাথা একাকিত্বের হাহাকার
আমাকে প্রতিনিয়ত হত্যা করে চলছে
তোমাকে ঘিরে থাকা সেই মায়ায়
মানুষ বাঁচে মানুষের ভালোবাসায়
মানুষ বাঁচে ও মারা যায় প্রিয়জনের
দেওয়া সামান্য একটু অবহেলায়।