মানব জীবন সুখের ভূবণ
ভাবছো দিবা নিশি
আঁখি দুটি করলে বন্ধ
আঁধার হবে সাথী।

নিঃস্বাস তোমার বন্ধ হলে
রাখবে না আর ঘরে তুলে
যে ঘর তুমি করে ছিলে
রক্ত করে পানি।

বন্ধু ভেবে যাদের তুমি
রাখছো ধরে বুকে
সবাই মিলে আসবে তোমায়
একলা করে রেখে।