কষ্ট করে কৃষাণ ছেলে
জমিতে করে চাষ,
তার ঘরে থাকে না অন্ন্য
তবুও বারো মাস।
সবার খাবার যোগান দেই সে
রোদ বৃষ্টিতে ভিজে,
দাদনের ঋণে বাঁধা থাকে সে
বছর বছর ধরে।
পায়না খেতে মাছ মাংস
আরাম আয়েশ করে,
রোদ বৃষ্টিতে ঘাম ঝরায়
সে জীর্ণদেহ নিয়ে।
অসুস্থ হলে চিকিৎসা পায়না
টাকার অভাবে,
সম্মান কেউ দেয়না তবু
মূর্খো বলে ডাকে।
কখনো কী দেখেছো ভেবে
অন্ন্য যোগাতে কেমন লাগে?
মূর্খো বলে ডাকছো যারে
তার শিক্ষা কত দূরে।