ঈদের নামাজ পড়তে খোকন
যাচ্ছে বাবার সাথে
পাঞ্জাবি গায় মাথায় টুপি
হাতটা বাবার হতে।
মুখে তাহার তৃপ্তির হাসি
জায়নামাজ তার কাঁধে
পকেটে তার ঈদ সালামি
নতুন জুতা পায়ে।
ঈদের নামাজ পড়ে খোকন
সবার সাথে মিলে।
নামাজ শেষ বাড়িতে এসে
খাচ্ছে সেমাই মিষ্টি।
খাওয়া শেষ গুনছে খোকন
ঈদে পাওয়া সালামি এখন
মায়ের কাছে রাখছে জমা
কিনবে সে নতুন খেলা।