তোমার মত এমন করে
বাসেনি ভালো কেউ
তুমি আমার মনের মাঝে
মুগ্ধতারই ছন্দে মাখা ঢেউ।
বিষাদ মুখে যখন আমি
একলা বসে রই,
তোমার মত সাহস আমায়
যোগায় না কেউ।
দুঃখ পেলে এমনি করে
তুমি বুঝে নাও
হৃদয় মাঝে লুকিয়ে রাখা
হাজার কথা তাও।
নিজের খাবার হামেশা তুমি
দিয়েছো তুলে মুখে,
শত ব্যথা নিজে রেখে
মোদের রেখেছো সুখে।
আমার কোনো ছোট্ট ব্যথায়
বিচলিত তুমি,
তোমার মত ভালোবাসার
নেই তো কেউ এ ভূমিতে।
তোমার মত বাসতে ভালো
কেউতো পারেনা
তোমার ভালোবাসার হয় না তুলনা
তুমি আমার জন্মধাত্রী মা।