মুসাফির বেশে এসেছি সবে
এ ধরণীর মাঝে মায়াতে মিশে
জীবন নামে নদীটি পাড়ি দিয়ে
যেতে হবে অচেনা দেশে।
জীবন নদীর এ পথে
সুখ দুঃখের নৌকা চলে
জীবন নদীরি বাঁকে বাঁকে
শত বিপদ বাঁধা থাকে।
সব কিছুকে উপেক্ষা করে
আলোর পথের দেখা পেতে
কত লড়াই করছে সবে।
তবুও সব ফেলে শূন্য হাতে
নিঃসঙ্গ ভাবে যেতে হবে চলে
এ মায়ার জাল ছিড়ে।