মানব জীবন শ্রেষ্ঠ জীবন
এই জীবনের মূল্য ভীষণ
অর্থ সম্পদ ক্ষনিকের ধন
দম্ভে করে পূণ্য শোষণ।
পূণ্য ছাড়া শূন্য জীবন
পরকাল হলো আসল ভুবন
কুরআন সুন্নাহ গড়লে জীবন
জান্নাত হবে বাড়ি তখন।
নিভে গেলে আয়ুর প্রদ্বীপ
কর্ম হবে সঙ্গী সেদিন
ছিড়ে যাবে সকল বাঁধন
কেউ হবে না সঙ্গী স্বজন।
একলা তুমি রবে পরে
আলো বিহীন আঁধার ঘরে
পূণ্য তোমার থাকলে তখন
কবর হবে আলোর ভুবন।