জাগো বাঙালি জাগো,বীরের বেশে
এই বাংলায় আবার অস্ত্র ধরো
বিদ্যাপীঠে আছে যত সন্ত্রাসির চেলা
শিকড় সহ উপরে ফেলো!
প্রতিরোধের প্রতিবাদে একতা গড়ো
আর কত কাল বোধির হয়ে  
দেখবে এদের ছলচাতুরী খেলা!
হে বর্বর দৈত্য দানব অশুর পশুর দল
কোথায় তোমারদের শিক্ষাদীক্ষা?
ক্ষমতার লোভে অন্ধ তুমি, স্বৈরাচারীর বল!
আমি ঘ্রিনা করি! আমি ঘ্রিনা করি!
তুমি মানুষ নও! তুমি মানুষ নও!
তুমি এই সমাজে ছাত্র নামের কীট।
তুমি নিঃশ্বাস কাড়লে আমার, হয়ে মহাবীর
রাজপথে ঝড়া প্রতিটি রক্তের ফোঁটায়
এবার জন্ম হবে,দখবে তুমি লক্ষ কোটি বীর!
ভাই বোন হত্যার বিচার করতে
এগিয়ে এসে সকল, ছাত্র জনতা সৈনিক।
আমি রাজাকার নই!রাজাকার নই!
কৃষক শ্রমিক দিনমুজুরের সন্তান।
আমি বাঙালি, আমার রক্তে মিশে আছে
সেই একাত্তরের প্রতিবাদী ঘ্রাণ।
অধিকার আদায়ে, আজও থাকবো অবিচল
বাংলার মানুষই এই বাংলার বল,
মনে রেখো স্বৈরাচার জালিম সেনার দল।