কতকালের কত বেলা গেলো বয়ে
আজও হয়নি ফেরা নীড়ে
নগরায়ণের ভিড়ে অজান্তেই
হারিয়ে গিয়েছি আমি।
শত স্বপ্ন নিয়ে চোখের কোণে
দায়িত্বের বুঝা নিয়ে কাঁধে
আপন ঘরটা ছেড়েছি সেই দিন
এক ভোরের যানে চেপে।
স্বজন সাথীরে ভুলতে হলো
অন্ধের যষ্টি হতে
আপন ঘরটাই মেহমান আমি
ভেবেই বুকটা ফাটে।
কত মুহূর্ত উল্লাসহীন হারিয়ে গেলে
জীবনের পাঠ  থেকে
চেনা গায়ে অচেনা হলাম ক্ষণে ক্ষণে
কত প্রিয়মুখ আধারে হারালো
জমালো পাড়ি না ফেরার সেই দেশে
তবুও হয়নি দেখা অন্তিমক্ষনে।
ছাড়িলে ঘর হতে হয় পর এটাই
শুধু বোঝায় আজ নিজেকে।