হেমন্ত এলো দিগন্ত জুড়ে
চারিদিকে ছেয়ে গেছে সোনালি ধানে।
আজ এ হেমন্তে,দক্ষিণা হাওয়াতে
আমন ধানের মৌ মৌ ঘ্রাণে।
কৃষকের মুখে ফুটেছে হাসি
হেমন্ত ঘিরে ধান কাটা নিয়ে।
নতুন ধানের আগমনে
অভাব আজ পালিয়েছে
ঘর ছেড়ে বহু দূরে।
মেতেছে সবাই পিঠাপুলি
খাওয়ার নবান্নের উৎসবে।