চারিদিকে আজ লাশের গন্ধ
শকুনের আনাগোনা,
মায়ের বুকে জড়িয়ে আছে তার
মৃত বাবু সোনা।
চারিদিকে হাহাকার নিস্তব্ধ আকাশ
রক্তের ঘ্রাণের বয়ছে বাতাস,
বাবার একপাশে পরে আছে তার
জোয়ান ছেলের লাশ।
তরুন বালা ধর্ষিতা হয়ে পরে আছে
আধ-মরা হয়ে, এক কোণে
কাফন বিহীন লাশগুলো সবে
মাটি চাপা দিচ্ছে বনে।
লাশে লাশে ছেয়ে গেছে সারা বাংলা জুড়ে
অনলের শিখায় ঘর-বাড়ি সব যাচ্ছে পুড়ে,
হায়! এ কী করুন দৃশ্য এই বাংলায় কত
প্রিয়জন হারিয়ে গেলো এই কালরাতে মিশে।