আমার খুব ইচ্ছে করে
আমার একটা মানুষ হোক
কথার মাঝে জড়িয়ে ধরুক
কোলের উপর মাথা রাখুক।
বুক পকেটে আমার জন্য
কালো খামে চিঠি রাখুক
অভিমান করে মুখ ফুলিয়ে
লুকিয়ে লুকিয়ে আমায় দেখুক।
বুকের সাথে জড়িয়ে রেখে
এলোমেলো চুলে কানে গুজুক
বেলি ফুলের মালা দিয়ে
চুলে ফুলের সুবাস খু্ঁজুক।
পূর্ণিমার চাঁদ দেখাতে
আমার পাশে দাঁড়িয়ে থাকুক
আমাকেই সে ভালো বাসুক
অসুস্থ হলেও পাশে রাখুক।
কারণ ছাড়ার কাছে টানুক
ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে
এক বালিশে মাথা রাখুক
আমাকে জড়িয়ে শুয়ে থাকুক।
রাগের সময় জড়িয়ে ধরলে
তাঁর সকল মান ভাঙুক
আমাকেই সে আদর করুক
সোহাগ করে ভালোবাসুক।
ভালোবাসি ভালোবাসি বলে
আমার সঙ্গে মিশে থাকুক।