একুশ বছর বয়সে যে ছেলে
ভাঙতে চেয়েছিলো সব নিয়ম
ব্যর্ধক আজ তাকে দিয়েছে ধরা
সব লাগছে তার অকারণ।
রূপের অহংকার ছিলো যৌবনে যার
সংসারের নানান ঝামেলার চাপে
চোখের নিচে জমেছে কালি,রোগে-
শোকে জীর্ণ-শীর্ণ তার দেহ খানি।
স্কুল কলেজের আঙিনায় যে ছিলো
সবার কাছে অধিক প্রিয়
বেকারত্ব আজ পরিবারের কাছেই
তাকে করে তুলেছে অপ্রিয়।
এই রং মিছিলের ভূবণে হারিয়ে
যাচ্ছে কত একুশের স্বপ্ন অচিরে
কেউ রাখেনা খবর তার
কে কোথায় পাড়ি জমায়।
ব্যার্থতার ভিড়ে ঠেলে কেউ পৌঁছে
যাচ্ছে সাফল্যের শীর্ষে আবার কেউ
স্বপ্ন ভাঙার হতাশায় নিমজ্জিত হয়ে
দিচ্ছে পাড়ি না ফেরার দেশে।