বছর ঘুরে আসলো আবার
খুশির ঈদের দিন
সব বাজারে পড়েছে দেখো
পোশাক কেনার ভিড়।
নতুন পোশাক নতুন মজা
সেমাই খাবো সকাল বেলা
নানার বাড়ি ঘুরতে যাবো
সবার থেকে সালামি নিবো।
ঈদ মানেতো সবার খুশি
শৈশব কালে আনন্দ বেশি
ঈদের আনন্দ ছড়িয়ে দেবো
প্রতিবেশিদের পাশে রবো।
সবাই মিলে একই সাথে
ঈদ আনন্দে যাবো মিশে
সবার মুখে ফুটালে হাসি
ঈদ হবে রঙিন বেশি।