এ বাংলায় যখন আঁধার ঘনালো
পাকসেনা দের করণে
তখন  তুমি স্বপ্ন দেখালে
বাঙালির স্বাধিকার আদায়ের।

সেদিন বাংলা ছিলো শাসনে
বাঙালি ছিলো শাসিত
বাঙালির মুখে ছিলোনা হাসি
দুঃখ, কষ্ট ছিলো নিত্য সাথী।

তুমি এসেছিলে বীর বেশে
স্বপ্ন এঁকেছিলে বাঙালির চোখে
ফেরাবে তুমি বাঙালির অধিকার
জাতীনির্বেশে একতা এনেছিলো একডাকে।

তুমি বাঙালি মায়ের সন্তান
এ বাংলার মাটির অহংকার
তুমি একাত্তরের বীর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব।