তুমি হলে সন্ধ্যা তারা
গোধূলি বেলার আলো,
তোমায় ধরার সাধ্যো কী আর
আমার আছে বলো?
স্বপ্ন মায়া ভালোবাসা কেনো
গো দেখাও এতো?
তোমার কথার হাসি মাঝে
মুগ্ধযে হই শত।
তোমায় নিয়ে তবুও কভু
রাখি না মনে আশা
আমি যে ভিষণ একলা মানুষ
নানান কাজ বাঁধা।
তুমিও ভিষণ অভিমানী
এটাও আছে জানা,
প্রেমের স্বপ্ন দেখাযে আমার
কঠোর ভাবে মানা।