বিষাদ অনলে রাঙানো জীবন
সুখের দিশা কই?
জনতার মাঝে নির্জনতায়
একাকী হয়ে রই!
আপন বলি বাঁধিয়াছি যারে
অতল বক্ষ তলে!
গোধূলির আলোয় ছাড়িয়া সে
কেমনে গেলো চলে?
বর্ষ যুগের পরে কী তব
আমায় মনে পরে?
শৈশব কৈশোরে যে জন
বন্ধু ছিলো অতি,
ভুলিয়া গেলে যৌবনে সে
পাইয়া নতুন সাথী।
যার জন্য কান্দে হিয়া, মম
নিত্য নিশি দিন,
তার কী কভু মনে পরে
হঠাৎ কোনো দিন?
কথা দিয়ে যে, ব্যথা দিলো
নানান অজুহাতে,
কেমনে বুঝায় রিক্ত হৃদয়
তাঁকেই শুধু খোঁজে!
দুঃখ ভরা হৃদয় যে মোর
বলবো কাহার কাছে,
আপন বলিয়া ধরছি যারে
সেইতো গিয়াছে দূরে!