যাহার ললাটে তীব্র বিষাদ
ছায়া সঙ্গী হয় দুঃখো
তাহার জন্য ফুল বিছালেও
কাটায় হবে দগ্ধো।
অঢেল আকাশ সুখের ছায়া
তাঁহার মাথায় রৌদ্র
বিষাদে বিষাদে জীবন তাঁহার
হয় যে ভিষণ তিক্ত।
জীবন তাঁহার বোঝার সমান
সুখ খুঁজে হয় ক্লান্ত
তীব্র আলো তাঁহার জন্য
আঁধার হতেই ব্যস্ত।
রঙিন বস্ত্রে সাজার পরেও
তাঁকেই দেখায় মন্দ
অন্ন ভরা সকল থালাও
তাঁহার বেলায় শূন্য।
সাবাই সবার আপন হইলেও
তাঁহার আপন কষ্ট।