শতদিন পরে শতক্ষণ পাড়ে
খুঁজেছি নিজেরে একলা করে!
কে আমি এই ধুসর ভুবনে
কেনো হে আমি এসেছি হেথায়
কিসের জন্য কাহারও আদেশে।
বার বার হারিয়েছি নিজেরে
মিথ্যাের এই রঙিন জগতে।
ভুলে গেছি হায়, কী আমার পরিচয়!
মরিচীকার পিছে চলেছি হেঁটে  
বিঁধেছে কাঁটা পুড়েছে অনলে
দগ্ধ হয়েছে নিঃপাপ মন  
হাজারো পাপের কারণে।
মায়াবী মায়ায় জড়িয়ে নিজেকে
পাপের রাজ্যে মেতেছি সানন্দে।
ভুল সঙ্গে রাঙাতে চেয়ে জীবন
কত ফেলেছি নয়নের  জল
অহংকারের দম্ভে করেছি কত
রূপ লাবণ্য সম্পদের শত।
আজ নিজের প্রতি মায়া হয়
ঘ্রিণাও হয় বটে অতীত পাপে  
বিবেক আমাকে তাড়ায়
দয়া করো ক্ষমা করো দয়াময়
পাপের শাস্তি দিওনা মাবুদ  
দিশাহারা প্রথিক আমি
শান্তি পথ  আমাকে দেখাও  ।