জগৎ জুড়ে ধনী গরীব
কত ভেদাভেদ ভাই
প্রস্থান কাতারে সবে সম
তাহায় ভুলে যায়।
কিসের দম্ভে ভাসো তুমি
কী আছে তোমার
হস্ত আঁখি সুঠাম দেহ
সবিতো দেওয়া খোদার।
ক্ষুধার রাজ্য ধনী গরীব
সবাই হলো প্রজা
মানব দেহ কর্মহীন যদি
উদরে থাকে ভুখা।