ডাক্তার বাবু !ডাক্তার বাবু !
দরজা একটু খোলেন।
আমি অভাগা এসেছি হেথায়
রোগের থাবাই পরে।
পয়সা কড়ি নেইকো আমার
ভুগছি ক'দিন ধরে।
রোগের ঠেলায় জীবন আমার
যায় যায় যে করে।
চরণ ধরি মিনতি করি
আপনি হলেন জাতির বিবেক
মানবতার ভারে দিতেন যদি
কয়টা বড়ি মোরে।
এ পৃথিবী দেখতাম আমি
আর কিছু দিন ধরে।
ডাক্তার বাবু একটু হেসে
বললো বাপু শোনো,
মানবতা দিয়ে হয়না ডিগ্রি
এ কথা কি জানো?
এ চেয়ারে বসতে গিয়ে
সম্পত্তি গেছে বিলিন হয়ে
মাথায় বড় ঋণ।
মানবতা তাই ফেলেছি ঝেড়ে
পয়সা দিলে চিকিৎসা হবে
এটায় হলো রীতি।
পয়সা ছাড়া কাজ হবে না
করো যতই মিনতি।