হঠাৎ যদি বিপদ আসে
তোমাকে যদি মুচড়ে ভাঙ্গে
ধৈর্য তুমি ধরো, নিজেকে
তুমি নতুন করে গড়ো।
হতাশ হয়ে লাভ কি বলো
ভয়ে কি জয় হয় কখনো?
আঁধার গেলে আসবে আলো
ভরসা তুমি শক্ত ভাবে রাখো।
এ পৃথিবী মায়ার খেলা
সুখ দুখতো তারি মেলা
হতাশ হয়ে লাভ কি বলো
নতুন করে নিজেকে খোঁজো।
ধৈর্য ধরে সাধনা করো
ভয়কে ঠেলে এগিয়ে চলো
জীবনকে তুমি আগলে রাখো
এ ধারাতে তবেই পাবে আলো।