হেমন্তের শেষে কুয়াশা ঘেরা রাতে
আবার দেখা হলো দুজনের একসাথে
একদৃষ্টিতে তাকিয়ে শুধুই তাকে দেখি
তাহারা বদনে ছিলো স্নিগ্ধতারি হাসি।
খনেখনে কেটে গেলো কিছুটা সময়
কত শত কথা হলো কথার ভিড়ে
শুধু অ-শোনায় রইয়ে গেলো যা
শোনার ইচ্ছে ছিলো মোর মনে।
সে কখনো কী বুঝিবে মোরে
সে আমার কতটা আছে জুড়ে!
কত কী প্রশ্ন, জেগে ওঠে মনে
কেনো আমায় রাখেলো এভাবে দূরে?
আমার থেকে সে কেনো নিজেকে
এমন ভাবে আড়াল করে রাখে?
তাঁকে শুধাতে বড্ড ভয় হয়
কোনো এক অজানা দ্বিধাতে।
বিদায় দিতে ইচ্ছা করেনা তাঁকে
মনে হয় যুগ যুগ ধরে রাখি,
তাবুও তাঁকে ছেড়ে দিতে হয় কারণ
ভালোবাসা বেঁধে রাখা জিনিস নয়।