একটি চিঠি দিলাম বন্ধু
আমি তোমার তরে,
এই চিঠিটা যত্ন করে
রেখো তোমার সনে।
আমার কথা পরলে মনে
রঙিন খামটি খুলো,
মুক্ত হস্তে লেখা আছে
নয়ন দিয়ে পড়ো।
চিঠিখানি পড়ার কালে
শক্ত রেখো আঁখি,
দুচোখ বয়ে অশ্রু ঝরলে
চিঠির হবে ক্ষতি।
নিজের প্রতি খেয়াল রেখো
আমার কথা ভেবে,
পাছের কথায় কান দিওনা
লোকের কথা শুনে।
তোমায় আমি ভালোবাসি
এটাই রেখো মনে,
সময় পেলে দিও তুমি
একটা চিঠি মরে।
০১/০৯/২০২৩