আকাশে বাতাসে সুবাসিত ফুলে
পাখির মেলেছে ডানা
প্রকৃতি আজ নতুন সাজে
বসন্ত দিয়েছে দোলা।
কোকিল আজ গায়ছে যে গীত
কুহু কুহু সুরে,
কৃষ্ণচূরা ফুলগুলো সব
বাতাসে ঝরে পরে।
প্রজাপ্রতিরা ডানা মেলে
এফুল ওফুল উড়ে,
পায়ে পায়ে স্বাদ নিচ্ছে
শত ফুল ঘুরে।
মৌমাছিরা বাসা বেঁধেছে
আতা গাছের ডালে,
বুলবুলিতে পেয়ারা খায়
এডাল ওডাল ঘুরে।
কাঁঠবিড়ালী আম খাচ্ছে
গাছের ডালে বসে।