বৈশাখীর আগমনে সূর্য মামার
তেজ বেরেছে অতি
পাখপাখালি ক্লান্ত হয়ে হারিয়েছে
তার, উড়ার গতি।
রাখাল ছেলের গরুর দল
খাচ্ছে বিলের পানি
সাদা রঙের শাড়ি পরে
যাচ্ছে মেলায় রানি।
মেলার মাঠের পান্তা ইলিশ
খেতে মজা ভারি
আকাশ ফুঁড়ে কালো মেঘে
আসছে যেনো তাড়ি।
দোকানীরা সব চিঠি বিলাচ্ছে
তুলতে আগের বাঁকি
প্রবল ঝড়ে পড়ে গেলো
কুচি আমের গুটি।