এ হেনো ফাল্গুনে বিষন্নতায় বুক পোড়ে
পূর্ণ হৃদয় শূন্য হলো তোমার তরে পথচেয়ে!
দুঃখ দাঁড়ালো সুখ হারালো এ ধারা তলে
কোথায় আছো তুমি নিরদয় নিন্দনী
কভু কী পরেনা মনে পুড়ানো সে স্মৃতি?
কত দিবস রজনী হাঁটিয়াছি এই পথে
কত ছবি আঁকি বুকি হয়েছিলো হৃদয়ে
কেনো তা আজ ধুসর রঙে হলে গো রঙিন।
কী দোষে দোষী করিলে মোরে অপরাধী
ছেড়ে গেলে দূরে একাকী অসহায় করে?
তোমারি মিলনোসুধা আজ মম বিরহ কাঁটা
হৃদয়ের কোণে দিয়ে যায় ব্যাথা অগোচর
একথা বুঝিলেনা তুমি কোনে ক্ষণে।
কেনো আসিলে সেই দিন সুখের সারদী লয়ে
যাদি ভাসিয়ে দিবে মম বিষন্নের সলিল সাগরে ?