ভীষণ করে রাত দুপুরে
পড়ছে তোমায় মনে।
মনের খাঁচা নিঃস্ব করে
আছো কাহার সনে?
তোমার স্মৃতি আজও আমার
সারা নয়ন জুড়ে।
স্মৃতির পাতা হয়না পুরান
যখন মনে পরে।
মনের মাঝে অগ্নিশিখায়
দিবা নিশি পোড়ায় আমায়।
তোমায় ছাড়া দিন গুলো আজ
বড্ড বেশি বড়।
তোমায় নিয়ে ভাবতে আমার
আজও লাগে ভালো।
হয়তো তুমি ভুলেই গেছো
আর পরে না মনে।
তোমার স্মৃতি আজও আমায়
দুমড়ে মুচড়ে মারে।
তুমি ছিলে আমার বিষাদ
মনের সিগ্ধনতার হাসি।
তোমায় নিয়ে ছিলো
স্বপ্ন রাশি রাশি।
হঠাৎ সব ভেঙে গেলো
অভিমানের মেঘ।
আজও তুমি রইয়ে গেছো
স্মৃতির পাতায় মিশে।