কী দিবে এই প্রাণের দাম
যে প্রাণ গেছে ঝকেরে
রক্তপিছল আর কত কাল
রাজপথ গুলো হবে?
কিসে তুমি ভড়িয়ে দিবে
মায়ার শুন্য বুক!
আর কত কাল হে জনতা!
এই ভাবে থাকবে চুপ?
যারা ছিনিয়ে নিয়েছে তাঁজাপ্রাণ
দুমড়ে ফেলো তাদের হাত
এযুদ্ধ একার নয়, একতাবদ্ধতার
প্রজন্মকে এনে দিতে সুবিচর।
শতকোটি প্রাণ ঝরে যাক তবু
মোরা ভয় করিনা কভু
দেশ বাঁচতে এ লড়াই লড়বো মোরা
বারুদের মতো করে।
অলস বলে অসহায় ভেবোনা সবে
দিন বদলের দিন আসবে
এই বাংলায়, সেই ফাগুনের মতো করে।
যে ফুল ঝরালে রক্তের মিছিলে
তাহার বিচার হবে বাংলার জমিনে