কষ্ট করলে সফলতা মেলে
পাপ করলে সাজা
আমরা মানুষ পাপ পূজারী
নিজেকে ভাবি রাজা।
পাপ রাজ্যে ঢুকে পরি ভাই
আবেগ ফাটক দিয়ে
তারি বোঝা বয়ে বেড়ায়
বাকি জীবন ধরে।
নিজেকে তখন যায় না গুছানো
আগের মত করে
আপন মানুষ মনে করে দেয়
পুরোনো দিনের কথা।
সঙ্গে থেকে ও হয়না সঙ্গী
মানুষ বড় একা
সকল কাজের আগে তাই
আবেগ কর ফাঁকা।