আমি আমার অধিকার চাই
চাই স্বাধীন ভাবে বাঁচতে
আমি আজ চাই মনের কথা বলতে
বলার সাথে স্বাধীন ভাবে চলতে।
চাই পেটের শান্তি, মনের শান্তি
চিকিৎসা নিয়ে সুষ্ঠু ভাবে বাঁচতে।
কিসের জন্য কৃষাণ ছেলে
ফসল ফলায় ঘাম ঝরিয়ে?
তার পাতিলের সকল খাবার
আজ সবাই করে ভোগ।
মাংস খাবার অধিকার তার,
হয়না কেনো যোগ?
সাতাশ বছর পড়ালেখার ফল
যদি ত্রিশ বছর থাকে তার মিষ্টি,
তার সাথে যদি টাকায় মেলে চাকরি
শিক্ষা নিয়ে লাভ কি তবে
কষ্টের টাকা নষ্ট করে?
শিক্ষাই জাতির মেরুদণ্ড এ প্রবাদের
আছে কী কোনো এ সমাজে মূল্য?
কোথায় আমার মৌলিক অধিকার
সবি কী নথি সন্ধি?
নিজের অধিকার চাইতে গেলে
কেনো হতে হয় আজ বন্দী?