আমি ঘুড়িয়াছি জগৎ,দেখিয়াছি ভুবন
শ্রেষ্ঠার সুউচ্চ তুচ্ছ সৃজন।
মুগ্ধ করেছে মোরে শত রূপ রঙে!
গিয়েছি চাঁদে মহাকাশ ঘুরে
বুঝিয়াছি রবির কিরণ কতক্ষণে
এই ধারাতে আসে নেমে।
দেখিয়াছি অতল সাগরেরি তলে
কীটেদের সাথে ডুবা যানটাকে।
বানিয়াছি পথ তটিনীর বুক চিরে
পদ্মার উপর পিলারের সমাহারে
ছুঁয়েছি পাহাড়ের চূড়া গুটি গুটি পায়ে
সফলতা মেলেছে অসম্ভব ক্ষনে।  
আমি ঘুরিয়াছি জগৎ, দেখিয়াছি ভুবন
বুঝিয়াছি পৃথিবীর অসংখ্য সৃজন
শত সহস্র চেষ্টায় বিফল হয়েছে আমার
শুধু বুঝতে গিয়ে মানুষেরি মন।