আমরা বাঙালি বীরের জাতি
ভয় করিনা লড়তে
বুলেটের সামনে পেতে দিতে বুক
প্রতিবাদের প্রতিরোধ গড়তে।
আমাদের নেই কামান কার্তুজ
একতাই মোদের শক্তি,
একতার বলেই পেরেছি মোরা
ভাঙতে দস্যু সেনা চুক্তি
এদেশের মাটি রক্তে রঙিন
ইতিহাস তার সাক্ষী।
অসহায় মায়ে অশ্রু দিয়ে গড়া
পদ্মা মেঘনা যমুনার ধারা
লক্ষ কোটি ত্যাগের বিনিময়ে পাওয়া
এই বাংলার স্বাধীনতা।