বেকার আমি এই সমাজের
মস্ত বড় বোঝা
পড়ালেখা শেষ বলে আজ
দেয় যে সবাই খোঁচা।
ছোট বড় সব বিপদে
আমায় সবাই খোঁজে
রোজ সকালে বাজারের থলে
আমার হাতেই উঠে।
কেউ অসুস্থ হলে সবার তখন
আমাকেই পরে মনে
ডাক্তার দেখানো ঔষধ কেনা
আমার ভাগেই থাকে।
বাড়ির কিনবা পাড়ার হোক  
সব অনুষ্ঠানে আমার ডাক।
বেকার বলে এই সমাজে
হয়েচ্ছি হেয় দোষী!
ছোট বড় সবাই দেখি
একি কথা বলে
পড়ালেখা শেষ করেছ কবে
তোমার চাকরি হবে কবে?
বেকার হয়ে আর কত কাল
ঘুরবে পথে পথে!
বিয়ে-সাদী করা জন্য
চাকরি লাগে আগে
চাকরি ছাড়া মেয়ে বাপে
মেয়ে দিবে কোন সাধে।
সমাজের সব কুটু কথা
আমারি শোনা লাগে
কেউ কখনো টাকা দিয়ে
সাহায্য করেনা তবে।
কী করে আমি বুঝায় বলো
এই সমাজের লোককে
পড়াশোনা ঘরে ঘরে
টাকায় চাকরি জোটে।
আমিও ভাবি পড়াশোনা না করে
যদি বিদেশ যেতাম আগে
অর্থ সম্পদ বেড়ে যেতো কবে
মেয়ে বাপও, মেয়ে দিতো সেধে।