বাদল দিনে মেঘলা আকাশ
আঁধার হলো আলোর আভাস
বৃষ্টি পরে টিনের চালায়
ঝমঝমাঝম বাদ্য বাজায়।
ব্যাঙের দলের নিত্য-গীতে
লাফিয়ে পরে খালের জলে
এপার ওপার সাঁতার কাটে
মনের সুখে বর্ষা এলে ।
বাবুইপাখির মাথা ভেজে
আপন ঘরে থাকার পরে
চাতক পাখির তিতাস মেটাই
বর্ষাকালের বৃষ্টির ফোঁটায়।
এমন দিনে কদম শাখে
কাঁঠবিড়ালির মেলা বসে
সকল বৃক্ষ আপন মনে
মৃত্তিকা থেকে জেগে ওঠে।