হায়রে অভাব কি যে অভাব ভাই!
জিনিস পত্রে আগুন ধরেছে
নিভার খবর নাই।
দুই দিন ধরে উনুন জ্বলেনা
পেটে জোটেনি ভাত!
সবজির দিকে কেমনে বাড়ায় হাত।
ছেলেটা আমার ক্ষুধার জ্বালায়
অন্ন খেতে চাই!
দেবার মত আমার কাছে
খাবার কিছু নাই।
পেটের জ্বালা বড্ড জ্বালা ভাই!
এই দুঃখ কেইবা শুনতে চাই?
ক'দিন ধরে কাজের খোঁজে
ঘুরছি পথে পথে
কেই বা আমায় কাজ দেবে
এমন জীর্ণদেহ দেখে?
এযে অভাব কি যে অভাব ভাই
জিনিস পত্রের যে দাম বেড়ছে
কিছু কেনার উপায় নাই!
আজ টিকে থাকা বড্ড কঠিন
বেঁচে থাকায় বড় দায়।।